কষ্টের চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪
প্রিয় মারিয়া,
তোমার প্রতি আমার অনুভূতি প্রতিটি মুহূর্তে আরো গভীর হচ্ছে। তোমার প্রতি আমার রাগ কখনোই সত্যিকার অর্থে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং, সেই রাগই তোমার প্রতি আমার অনুরাগকে আরো প্রবল করেছে। তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মন এখন ভারাক্রান্ত তুমি আমাকে বিশ্বাস করতে পারো না।যেখানে বিশ্বাস নাই সেখানে আর যাইহোক ভালবাসা বাঁচতে পারে না।ভালবাসার প্রাণ হচ্ছে বিশ্বাস।অথচ তুমি বিশ্বাস করতে পারো না।
টাকা-পয়সা, ধন-দৌলত কিছু চেয়েছি তোমার কাছে।যদি ভালবাসা পাপ না হয় তবে তোমাকে দেখাটা পাপ নয়?
আমি জানি না তুমি আমাকে কতটুকু ভালবাসো,হয়তো ভালবাসো না হয়তো আমি টাইম পাসের মেশিন যাইহোক তাতে কোন সমস্যা নাই,তুমি যদি ভালো থাকো এর বদৌলতে তবুও আমি খুশি,আমি তোমাকে সতত ভালবেসে যাবো।আমি তোমাকে সত্যি ভালবাসি কারণ,আমার মন এখন তোমার দাস।তোমাকে পাই বা না পাই তোমার প্রতি আমার ভালবাসা অটুট থাকবে চিরকাল। আমি শুধু এইটুকু চাই ভালবাসার মানুষ ভালো থাকুক।
তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। হয়তো প্রতিদিন তোমার কথা ভাববো,হয়তো ভাবতে ভাবতেই বাকি জীবন পাড়ি দিবো।জোর করে তোমার ভালবাসা পাওয়ার অভীলাষ নেই।
তুমি যেখানে থাকো, ভালো থেক
তোমারই,
ফাইয়াজ ইসলাম ফাহিম
০৪/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।