প্রেমিকার প্রতি চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১৪-০৯-২০২৪

প্রিয় মারিয়া,

আমি জানি, তুমি জিতে গেছো, তুমি সফল তোমার জেদ পূর্ণ হয়েছে।আমাকে তুমি নাকানিচুবানি খেয়ে ছাড়লে তাইতো,তার মানে তুমি জিতে গেছো,আমি না হয় ভালবেসে হেরে যাই। তোমার বিশ্বাস নেই এবং এ কারণে আমি মন থেকে তোমার প্রতি কোনো ভালোবাসা অনুভব করছি না এখন।এটি কঠিন সত্য। তবে ভালবেসে যাবো,তুমি হয়তো বিশ্বাসের মূল্য দিতে জানো না।তাই বলে তোমার বিশ্বাস আমি নষ্ট করবো না। সম্পর্কের প্রতিটি স্তরে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সবকিছু অন্ধকার হয়ে যায়।

হয়তো তুমি আজীবন জিতে যাবে আমি নাহয় তোমাকে ভালবেসে আজীবন ঠকে গেলাম। কিন্তু যখন তুমি বিশ্বাস করতে পারছো না, সেখানে আর পাগলামি না করে ভালবাসা না চাওয়াই উত্তম
আমাদের মাঝে যে যোগাযোগ ছিল, সেই সম্পর্কের ভিত্তি যদি নড়িয়ে যায় তাহলে সামনে এগিয়ে যাওয়া সত্যিই কঠিন। আমি বুঝতে পেরেছি, তুমি হয়তো আমার ওপর আস্থা রাখতে পারছো না, কিন্তু জানো, আমি সবসময় চেয়েছি আমাদের সম্পর্ক শক্তিশালী হোক। আর যখন বিশ্বাসের সংকট আসে, তখন আমাদের মনের গভীরে থাকা অনুভূতিগুলো হারিয়ে যায়।

মনে রেখো, ভালোবাসার মাঝে বিশ্বাসের মূল্য রয়েছে। তবে যদি তুমি বিশ্বাস করতে পারছো না, তাহলে সামনে এগিয়ে যাওয়া কঠিন। সম্পর্কের মধ্যে বিশ্বাস স্থাপন করা খুব জরুরী। এই পরিস্থিতিতে, আমি চাই তোমাকে মুক্তি দিতে, আর কখনো তোমার বিরক্তিকর কারণ হতে চাই না।সব জায়গায় তুমি আমার ভালবাসার মানুষ হিসাবে স্বীকৃত। হয়তো আজীবন থাকবে।

আমি তোমার সুখের জন্য প্রার্থনা করি এবং আশা করি তুমি ভালো বর পাবে।আমাকে ক্ষমা করিও ভাল থেক মনোহারিণী.....

শুভকামনায়
ফাইয়াজ ইসলাম ফাহিম


০৫/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।