থমথমে দিন
- অথই মিষ্টি

অন্ধকার হয়ে আসা চারপাশ
হঠাৎ করে নেমে আসে মনোমুগ্ধকর বাতাস।
কালো মেঘে ছেয়ে যায় তখন সমস্ত গগণ
গোমড়া মুখে বসে আছে বালিকা যেন ভিষণ খারাপ মন।

চারপাশে তাকিয়ে দেখি হায়, থমথমে পরিবেশ
চিন্তায় মাথা ভার হয়েছে কবে এই আসমান হবে ফ্রেশ!
বাইরে যাওয়া বন্ধ হঠাৎ বৃষ্টি আসার চিন্তায়
পিঠে পাখা লাগিয়ে উড়ে মেঘ সরিয়ে দেই মন চায়


০৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।