না বলা কথা...২৪
- অথই মিষ্টি

ওগো শুনছো,
তুমি পাশে থাকলে মনে হয়, মনে হয় যেনো আমি পরিপূর্ণ
তোমাকে পাশে পেলেই মনে হয়, মনে হয় পেয়েছি সর্বোত্তম স্বর্ণ।
তবে আর কি বা চাই আমার?
যেখানে পাশে আছি আমি তোমার।
মনে হয়, যেনো পয়েছি স্বর্গ তোমার মাঝে
ওগো কর্ণধার আমার প্রিয় হৃদয়ে প্রশান্তি মিলে এলে তোমার কাছে।

জানো কি তুমি!
তোমার সঙ্গতা আমায় দেয় শান্তি, দেয় প্রশান্তি সর্বোত্তম
আগমণে উল্টাদৌড় দেয় অশান্তি আমার বেদনা কাতর বিরহ।
জানো কি তুমি!
তোমায় নিয়ে কত কথা ভাবি আমি, লিখি তোমায় নিয়ে কবিতা
এ হৃদয় আসমান জমিন জুড়ে স্পষ্ট দেখ শুধু তোমার ছবিটা।

আচ্ছা প্রিয় বুঝতে পারো কি!
তোমায় আমি আমার সর্বোচ্চ সুখ মানি
হাজারো বেদনার মাঝে শুধু তোমাকেই মানি এ জীবনের সুখের ক্ষনি।
মানি তোমায় প্রিয়, এ জীবনের সর্বোত্ত
স্বামী তুমিই প্রিয়, এ আমায় তোমার মনের রানী মেনে নিও।


০৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।