আকিদাহ যদি শুদ্ধ না হয়
- মাহমুদুল মান্নান তারিফ

আকিদাহ যদি শুদ্ধ না হয়
মাহমুদুল মান্নান তারিফ

আকিদাহ যদি শুদ্ধ না হয়, হবে না আমাল কাবুল,
কর্ম করেও ফায়দা হবে না ভালোবাসেন না রাসূল।
নবীজীর প্রতি বেআদবি আর-- সুন্না'বিরোধী হলে,
বেঈমান হয়ে তাগুতের সাথে হাবিয়ায় যাবে চলে।

মুমিনের দল, রাসূলের দল, আল্লা'র দল সোজা,
নবীরাদর্শে জীবন গঠনে ঝরে যাবে পাপ বোঝা।
সুন্না'বিরোধী আকিদা'র ফল দুনিয়াতে অপমান,
যতোই করো না কর্মে থাকবে মন্দতা বহমান।

ঈমানদারেরা দেন উপদেশ সৎপথে চলো সদা,
তাগুতশক্তি পরাজিত হবে সহায় হবেন খোদা।
নবীরাগমনে কেঁদেছে তাগুত সত্য পেয়েছে জয়,
নবীজী হলেন সারা জাহানের নিআমাত নিশ্চয়।

আঁধার ধরাতে কুরানের বাণী দীপ্ত করেছে ধরা,
পূর্ণিমা চাঁদ হেরেছে আলোয় নবীজীর নূর কড়া।
"মিলাদুন্নাবী" আল কুরআনে আল্লা'র উদযাপন,
বয়ানে বয়ানে বিদ্বেষ বটে করা চাও এটা দাফন!

রচনা; ০৬ সেপ্টেম্বর ২০২৪


০৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০২৪ ১২:৩২ মিঃ

নবীরাগমনে কেঁদেছে তাগুত সত্য পেয়েছে জয়,
নবীজী হলেন সারা জাহানের নিআমাত নিশ্চয়।

০৬-০৯-২০২৪ ২১:৩০ মিঃ

আকিদাহ যদি শুদ্ধ না,
কবিতাটিকে ২য় সংস্করণে ইসলামি সংগীত বানাবো ইনশাআল্লাহ।