দেশাত্মবোধক গান
- মাহমুদুল মান্নান তারিফ

[[দেশাত্মবোধক গান]]
সোনার চেয়ে খাঁটি
মাহমুদুল মান্নান তারিফ
((স্বরবৃত্তে মাত্রা ৮, শিরোনাম মাত্রা ৬))

আমার বাংলাদেশের মাটি
মাটি- সোনার চেয়ে খাঁটি।।
আমার সবুজ বাংলার মাটি
মাটি- সোনার চেয়ে খাঁটি।।
আমার সোনার বাংলার মাটি
মাটি- সোনার চেয়ে খাঁটি।।

বাংলাদেশকে বাসি ভালো
পাই যে স্বাধীনতার আলো।।
একাত্তরের মুক্তিযুদ্ধে -
স্বদেশ ছিলো বীরের ঘাঁটি।

----------সোনার চেয়ে খাঁটি
আমার বাংলাদেশের মাটি
মাটি- সোনার চেয়ে খাঁটি।।

লাল সবুজের বৃত্তে আঁকা
সবুজ-শ্যামল, স্নিগ্ধ মাখা।।
পদ্মা, মেঘনা, সুরমা আরো -
অনেক নদীর পরিপাটি।

----------সোনার চেয়ে খাঁটি
আমার বাংলাদেশের মাটি
মাটি- সোনার চেয়ে খাঁটি।।

বসন্তের দূত কোকিল হলে
গানের পাখি দোয়েল বলে।।
সোনার দেশের সোনালি আঁশ-
দারুণ এমন পাটের আঁটি।

----------সোনার চেয়ে খাঁটি
আমার বাংলাদেশের মাটি
মাটি- সোনার চেয়ে খাঁটি।।

রচনা: ২৬ মার্চ ২০০৮ ইংরেজি


০৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৯-২০২৪ ১৬:৫০ মিঃ

কণ্ঠশিল্পীগণ এই গানটি গাইতে চাইলে স্বর নিতে পারবেন 01715357517 নাম্বারে কল করে।