জানি না কেমন আছে সে
- মোঃ নাসির উদ্দীন
ও পাখি.......,
সে কোথায় আছে বলে দে
দেখিনা তাকে বহুদিন
জানি না কেমন আছে সে
ও পাখি, বলি তোকে
নজর রাখিস, তার দিকে,
ও পাখি, বলি তোকে
কদর রাখিস, বন্ধুকে..........
ও পাখি.......,
বন্ধুয়াকে বলে দে
জানি না কেমন আছে সে
একদিন না দেখিলে সে
বাতুল হয়ে আসে চলে
কত বছর গেলো ভেসে
কেমনে আছে সে ভুলে
ও পাখি, বলি তোকে
নজর রাখিস, তার দিকে,
ও পাখি, বলি তোকে
বলে দিস, বন্ধুকে.......
ও পাখি.......,
বন্ধুয়াকে বলে দে
আজও ভুলিনি তা কে।
মনেরো গহিন কোণে
আজও সেই স্মৃতি ভাসে
বুজিলে দুটি নয়ন
তোমারি ছবি ভাসে।
ও পাখি, বলি তোকে
কদর রাখিস, তার দিকে,
ও পাখি, বলি তোকে
বলে দিস, বন্ধুকে.......
ও পাখি.......,
বন্ধুয়াকে বলে দে
এখনও ভালো বাসি তা কে।
০৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।