না বলা কথা...২৫
- অথই মিষ্টি

নারী তুমি সকল দোষে দোষী
অপরাধের কারণে তোমায় দেয়া হয় প্রতিনিয়তই
লোকচক্ষের আঁড়ালে মৃত্যু হীন ঝুলন্ত ফাঁসি।
যে ফাঁসিতে মৃত্যু না হলেও হয় মৃত্যুর ন্যায় বিষাদময় যন্ত্রণা
আর দৃঢ়তার সঙ্গে বেড়ে যায় ফাঁসি-দান-কারীর খিটখিটে মুখের হাঁসি।

তুমিই উত্তম তবুও হে নারী
তুমি পরবাসী তুমি তোমাতে আঁকড়ে থেকেও কেন তবে উদাসী
হাজারো আঘাতে আহত হয়ে হতাহতের খবর না করে প্রকাশ
পাঁজর ভাঙ্গা বোতল বন্দী কষ্ট রেখে তোমার মুখে ফুটে হাঁসি।
এক কাপড় পরে এক মনেতে বাস করেও হে নারী, তুমি ছদ্মবেশী।

তুমি এক সিন্দুক
যার গোপন মন্ত্র হারানো চিরবন্দী লৌহকপাট অবিচ্ছেদ্য
অজানা অচেনা তোমার সে সিন্দুকের অন্ত
তোমার মাঝে বন্দী হাজারো অভিশপ্ত লাইনের অস্পষ্ট অক্ষর
নারী তুমি এক বিশ্বয় বিজয়ী চিরচেনা অতিগোপন স্বাক্ষর।
তবে সকলে মিলে আপন নিড়ে জয়ের লক্ষ্যে গোপন মন্ত্র খুঁজুক।

নারী তুমি অভিশপ্ত
সামাজিক সমাজ আর পুরুষ নামক দেবতার জাতি আজি তোমার উপর ক্ষিপ্ত।
সমান জোগে সবার সাথে তুমি নারী জানো কি সবল
তোমায় ভাবে ওরা সবে অপারগ ওরে তুমি না কি চিরদূর্বল।


০৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।