না বলা কথা...২৬
- অথই মিষ্টি

উদাশ নয়নে তোমার পানে
তাঁকাই আমি যখন।
বুঝে নিও তুমি অসুখী আমি
বেদনায় ভারাক্রান্ত এ মন।

অবিরত হয়েছে ক্ষত
হৃদয়ের কোনো এক জায়গায়
তোমার ছোঁয়ায় যেনো মুছে যায়
তাই তো তোমায় কাছে মন চায়।

পঁচে গেলে মন সর্বক্ষণ
পাওয়া যায় না তার ঘ্রাণ
পাতায় জমা পানি খেয়ে ফেলি যদি আমি
না তৃষ্ণা মিটবে না ভরবে এ প্রাণ।

ও আমার স্বামী বুঝলেনা তুমি
আমি কেমন আছি
গলায় পড়ে ফাঁসি তবুও মুখে হাঁসি
সব কিছুই হবে ঠিক এ আশা নিয়ে বাঁচি


০৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।