না বলা কথা...২৭
- অথই মিষ্টি
ওহে আর কি তোমার চাই!
মেয়ের বাবা যত্ন করে পুষে-পেলে বড় করে
জ্বলজ্যান্ত প্রাণ মেয়েকে তোমায় দিয়াছে
তবুও তোমার মন ভরে নাই!
তবে আর কি তোমার চাই!
দিয়েছে প্রাণ তোমার হাতে করে তোমাকে বিশ্বাস
দেনাপাওনার চাপ দিয়ে তুমি হুংকার ছাড় বারবার
প্রাণের প্রাণ বাঁচাতে বাবার বেড়ে যাচ্ছে দীর্ঘশ্বাস।
তাও কি তোমার মনে তেনার জন্য মায়া জন্মায় নাই!
কেন তুমি চাও!
লোভী ওরে ভদ্র বেশে লোভে পড়ে করেছো তুমি বিয়ে
আশা করো তুমি এক নিমিষেই উঠে বসতে চাও
পরের ঘরের ভাসা সম্পদ পেয়ে!
লাভ নেই ওরে লাভ নেই জুলুম করে পরের অর্থ নিয়ে।
ওহে বুঝধারী অবুঝ পুরুষ
তোমায় দিয়াছে প্রাণ দিয়াছে মান করে নিয়েছে আপন
আর কি চাই তোমার বলো! ভুলে কি গেছো
তোমারো আছে বোন।
তাই সময় থাকতে হও সুপুরুষ
০৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।