কতদূর বলো নবী
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪
কতদূর বলো নবী
মাহমুদুল মান্নান তারিফ
মাত্রাবৃত্ত: ৪+৪+৪+২/১
কতদূর বলো নবী মদিনা তোমার,
বলে দাও কোন্ পথে পা হেঁটে যাবো?
শারীরিক ক্লান্তিটা যাক বেড়ে যাক,
তবুও তো প্রিয় "তব" দিদার পাবো।।
মনে সাধ জিয়ারত করব যখন,
প্রাণভরে কিছু না'ত গাইব তখন।
আশেকান চলে যায় যখনতখন,
সামর্থ্য নেই হেথা কেমনে যাবো?
চেষ্টা করেছি যেতে তোমার সকাশ,
করতে পারি না কথা ভাষায় প্রকাশ।
বেদনায় গান শুনো, হে প্রিয় রাসূল!
কেমনে চরণে ধরে ঠোঁট মেলাবো?
দরূদ নামক মালা হৃদয়ে বেঁধে,
দিদার আশায় মন ওঠে যে কেঁদে।
প্রত্যাশা করে মন স্বপ্নে দিদার,
মন চায় দরূদের মালা পরাবো।।
সংগীতগ্রন্থ: আঁধারে আলোর নবী (২০০৮)
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
MahmudulMannanTarif
০৯-০৯-২০২৪ ০৯:১৫ মিঃএই সংগীত ২০০৮ সালে "আঁধারে আলোর নবী" সংগীতগন্থে প্রকাশিত।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।