তোমায় নিয়ে আয়োজন
- মোঃ নাসির উদ্দীন
একদিন তুমি যাইবা চলে
এ পৃথিবী ছেড়ে
আসবা না আর ফিরে তুমি
ধরনির সংসারে
থাকবে তুমি একা পরে
নিরব ভূমিকায়
বন্ধু- স্বজন প্রতিবেশি
তোমারে সাজায়
কেউ কাটিবে ঝাড়ের বাঁশ ওও
বানাতে ঘর চিরতরে।
আতর গোলাপ সুরমা দিয়া
করবে পরিপাটি,
কেউ বা আবার জিজ্ঞাসিবে
কখন হবে মাটি।
চার বেহারায় চড়াইয়া..আ আ
রাখবে আপন ঘরে।
এমন ঘরে রাখবে তোমায়
সঙ্গী সাথী নাই
মাটির ঘরে থাকবে শুয়ে
চিরদিনের লাই
দুই চারদিন কাঁদিবে কেহ..ওও
মায়ার জালে পরে।
০৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।