মানুষ জাতের নয়
- নাহিদ সরদার
যে পাখিটা উড়ে এলো মন্দিরের
কোনো এক ফোঁকর থেকে।
সেই পাখিটা,
এশার আযান ঠোঁটে করে উড়ে গেল।
কোন জাতের পাখি খুঁজতে যেয়ে-
ভাবলাম,
আর যাই হোক মানুষ জাতের নয়।
১০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।