পত্র যাবে উত্তুরে
- নাহিদ সরদার

তারপর যেটুকু অবশিষ্ট থাকে -সেইখানে রেখো
অন্তরের দুর্ভেদ্য সমীকরণ যখন মিলে যাবে
তখন প্রিয় কথাটা না হয় কইয়ো।
হৃদয়ের রঙে কাব্য কথায় ভরে দিও
অনাগত সমস্ত কিছু।
সকালের স্নিগ্ধ আলোর মতো স্পষ্ট হও।
শরতের সমস্ত শুভ্রতায় ,
ভাসার বাসনায় চলো নিলাম হই মেঘদলে।
তোমার আঙিনায় অবাধ বিচরণের তীব্র আকাঙ্ক্ষায় এই পত্রখানির জন্য চাই উত্তুরে হাওয়া।

এইবার শীতকাল এলেই এই পত্রখানি উত্তুরে যাবে।


১০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।