মায়াবতী
- হোসাইন জাহান
যার চোখে চোখ রাখতেই,
বুকের একুরিয়ামে রাখা নিঃসঙ্গ
গোল্ডফিশটাও যেন একাকিত্ব ভুলে যায়।
কিংবা যার হাতে হাত রাখতেই,
কোনো এক বিষন্ন সন্ধ্যায় নির্দ্বিধায়
নিঁখোজ হবার ইচ্ছে জাগে ভীষণ।
সে কি আমার খুব পরিচিত কেউ?
এ কেমন মায়া তার?
ভেবে নির্ঘুমে চোখ চুরমার।
কে তুমি মায়াবতী?
তুমি কি আমার একান্ত নদী হবে?
যার মাঝ মোহনায় ডুবে যাব বলে;
আর সাঁতার শেখা হবে না কখনো।
অথবা শ্রাবণের নিকষ কালো মেঘ,
যার অপেক্ষায়,তীব্র তৃষ্ণায় কেটে যাবে
পাঁচ পাঁচটি ঋতু অবহেলায়।
এ কেমন মায়া তোমার মায়াবতী?
কেমন মায়া?
১০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।