ওগো মনের কা'বা
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪
ওগো মনের কা'বা
মাহমুদুল মান্নান তারিফ
স্বরবৃত্ত: [৪+৪+৪+২/১] [৪+৩+৩+৩]
রাওদ্বা হতে উঠে নবী এসো আমার ঘরে,
তুমি এলে যত্নে দেবো ফুল-বিছানা করে।
কল্পনাতে প্রেম গেঁথেছি ওগো মনের কা'বা,
প্রিয়নবী- মারহাবা, মারহাবা, মারহাবা।।
জীবন আমার ধন্য হবে হলে তুমি খোশ,
অন্তরে লুকিয়ে আছে কত যে আফসোস্!
দিদার দিয়ে এসে ছড়াও আঁধার ঘরে আভা,
প্রাণের নবী- মারহাবা, মারহাবা মারহাবা।।
সালাম তোমার পাক চরণে, হে মদিনার রবি!
আমার আঁধার ঘরে এলে ভরবে আলোয় সবি,
মেহমান হয়ে এলে তোমায় জানাবো মারহাবা,
প্রিয় রাসূল- মারহাবা, মারহাবা, মারহাবা।।
সংগীতগ্রন্থ: আঁধারে আলোর নবী (২০০৮)
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।