না বলা কথা...২৮
- অথই মিষ্টি
শুনো নারী ওরে, স্বামীর অপেক্ষা করে
রাতের পর রাত জেগে, একলা প্রহরে
না খেয়ে আর কত উপোষ কাটাবে
নিজের মঙ্গলের জন্য কি সময় মতো একটুও না খাবে?
শুনো নারী তুমি, ব্যাস্ত তোমার স্বামী
থাকে যদি সর্বাবস্থায়, জানি তোমার মন কেঁদে যায়
জানি তুমি তোমার সকল কাজে
স্মরণে রাখ তাঁরে সকল দুপুর সাঁঝে।
নারী তুমি শুনো, জানি স্বামীকেই আপন মানো
অতিব আপন করে, রেখেছো বুকের ভিতরে
তবুও হাজারো অভিমানে কাঁন্না আসে তোমার চোখে
আগুনে পুড়ে চোখে জল ঝড়েও শক্ত রেখ নিজেকে।
তুমি নারী জানো, স্বামীর পরিবারকে আপন মনো
মাঝে মাঝে সময়ের ব্যবধানে, নিজ পরিবারকেও রাখনা মনে
তুমি নারী জাতি পারো উজার করে দিতে
খুব সহজে ভয়াবহ পরিস্থিতিকেও পরো সহজ করে নিতে ।
শুনো নারী তবে, তোমারা সবে
উত্তমও জাতি, স্বউদ্যগে অর্জন করো খ্যাতি
জেগে ওঠে নিজ নিজ অবস্থান থেকে
পা বাড়াও সামনে সফল হবে চলো যদি শক্তি রেখে।
১১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।