না বলা কথা...২৯
- অথই মিষ্টি

সারাদিনের সকল পরিশ্রম ও ক্লান্তি এক নিমিষেই অজানার মাঝে হারিয়ে যায়
ওগো কর্ণধার আমার দিন শেষে তোমার বিন্দুমাত্র স্পর্শে।
অধীর আগ্রহে ব্যকুল হয়ে অপেক্ষাকৃত আমি এক মুহূর্তে প্রশান্তি পাই দিলে
একলা একা একাকিত্ব দূরে সরে গিয়ে যখন তোমার আগমনে মিশে।

শ্বাশুড়ি ননদী কিংবা প্রতিবেশীদের থেকে প্রাপ্ত হাজারো আঘাতে আহত হয়েও আমি
নিখুঁত হয়ে নিত্যান্তই পরিপূর্ণতা পাই তোমাকে পাওয়ায়।
সহস্র বন্দনা হাজারো যন্ত্রণা সয়ে যেতে আমি প্রস্তুত হয়ে রই সর্বদাই পূর্ণাঙ্গ ভাবে
শুধু দিন শেষে মিলে যদি প্রিয় স্বামী তোমার থেকে কাঙ্ক্ষিত সেই স্নেহের ছোঁয়া।


১১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।