না বলা কথা...৩০
- অথই মিষ্টি
সে একজন মেয়ে
একটা বিশাল আশা নিয়ে এসেছে এ সংসারে।
দোহাই খোদার নিঃপ্রাণ হয়ে তোমারা তা
পা দিয়ে গুড়িয়ে দিওনা ধূলিসাৎ করে।
চাইলেও সে পারতোনা বাবার বাড়িতে থেকে যেতে
কারণ সে একজন মেয়ে।
বিবাহ করে তাকে বিদায় নিতেই হয়
প্রকৃতি, সমাজ আর এই ইসলামের নিয়মে।
ইসলাম একজন নারীকে দিয়েছি সর্বোচ্চ মর্যাদা এবং
সর্বোচ্চ পরিসরে নানাবিধ সম্মান।
তাই ঘরের বউকে কাজের বেডি মনে করিয়েন না
মনে করিয়েন পায়ে হেঁটে আসা রহমত ওয়ালা মেহমান।
তাঁরও আছে মা-বাবা ও পরিবার তোমাদের জন্য সে
তাঁদেরকে এসেছে ফেলে।
এখন নিজেদের সম্মান বৃদ্ধি করেন আপনারা
তাঁকে স্নেহ সম্মান দিয়ে।
সে এসেছে অবস্থা ও মর্যাদা পেতে
অবহেলা আর অপমান পেতে নয়।
তাঁকে দিয়ে দেন তার প্রাপ্য মর্যাদা
সাহস নিয়ে চলে সে যেন না করে সংশয়।
দাম্পত্য জীবনে কোনো নারী যেন
অনিয়মে না পায় কোনো অবিচার।
কামনা করি সকলে থাক সুখে আর
পাক নিজ অবস্থানের নেয্য অধিকার।
১১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।