না বলা কথা...৩১
- অথই মিষ্টি

উজাড় করে দিয়েছি তোমায় আমার সমস্ত কিছু
গ্রহণ করোনি তুমি।
সকল বিশ্বাস ভেঙ্গে দিলে মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে
ধূলিকণায় আঁচড়ে পড়লাম আমি।

দিলে আমায় ফিরিয়ে নিজের কাছ থেকে অসহায় করে
ছন্নছাড়া হলাম আমি আজ।
সর্বদাই অন্য-মনা হয়ে থাকি আমি স্ব-শরীরে উপস্থিত থেকেও
সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করতে পারিনা কোন কাজ।

মনে মনের মনিকোঠাঁয় সর্বদা ভাবি তোমার কথা
কোন কারণে বুঝিনা কেন দূরে রাখ মোরে।
তুমি তুমি তোমাকেই ভাবি আমি
তবু্ও তুমি একলা একা এতো ভালো থাকো কেমন করে!

শেষ তুমি শোন তোমাতেই শুরু
আর তুমি আমার দিবস তুমি রাত্রি।
নিদ্রাহীন তোমায় ভাবি নিদ্রায় স্বপ্নে তোমাকেই দেখি
তোমাতে হয় ভোর আমার তোমার মাঝেই সকল প্রাপ্তি।

কিসের কারণে দূরে রাখ মোরে
বলো কোন কারণে ঘৃণা।
তোমাকে তো আমি সবটুকু মানি
তবে কিসের তোমার এতো বাহানা?

বুঝি আমি হায় সবই বোঝা যায়
কতখানি করো ছলনা।


১১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।