না বলা কথা...৩২
- অথই মিষ্টি
জেনে রাখো আমি একজন নারী
পরিস্থিতি যেমনটাই হোক না কেন, মানিয়ে নিতে পারি।
আমাকে বোঝার ক্ষমতা তোমার নেই
লুকিয়ে রাখতে পারি সুন্দর ভাবে, ঘটুক আমার সাথে যাই।
নারী আমি একজন
আমি অর্থাৎ আমাদের অতি কোমল মন।
গোপন কথা ছড়িয়ে দিতে পারি আবার
মোরা যাই করি আর যেমনই করি খুবি গোপন।
আমি একজন নারী জেনে রাখো
মোরা থেকে গিয়েও মুখে বলি না থাকবো নাকো।
অল্পতেই চিৎকার করি অল্পতেই করি অভিমান
মনের মতো মানুষ পেলে বন্ধ করে চোখ দিতে পারি প্রাণ।
জেনে রাখো আমি একজন নারী
একটুতেি করে ফেলি আপন এক নিমিষেই ভুলে যেতে পারি।
১২-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।