হোক উচ্চ কলরব
- কমলতোলা ১১-১১-২০২৪
কলমে কমল তোলা
১০/৯/২৪
*********
কবিতা লিখতে গিয়ে মনে আসে সীমাহীন ক্রোধ
লিখি শব্দসমূহ যারা গড়ে তুলে ইস্পাতসম প্রতিরোধ
আমার মেয়েটার চোখে ক'দিন দেখি ভয়ার্ত চাহনি
সারা শরীরে ফুটে উঠে ঘৃণা ও শোকের প্রতিধ্বনি
অভয়া নারী খুঁজে আজ নারীত্ব রক্ষার প্রকরণ
তিলোত্তমা না-হতে ভৈরবী সাজায় দিয়ে দশ প্রহরণ
কালের নিয়মে সকল মৃত্যু ভুলায় বাহিরের শোক
বিচারের দাবিতে জগৎব্যাপী উচ্চ কলরব হোক।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।