তোমরা হও জাজ্বল্যমান
- কমলতোলা ১১-১১-২০২৪
কলমে কমল তোলা
১০/৯/২৪
**********
আমার যৌবনের ক্রোধ
আমায় ছেড়ে গেছে
শত শত অন্যায় দেখেও
মৃত্যুশয্যায় শুয়ে আছে
এসো প্রতিবাদী যৌবন
দাঁড়াও আমার দুয়ারে
খানিক আলাপ করি
সংকোচ যাক বহুদূরে
মহাপ্রস্থানের কিছুদিন আগে
পার্থও হয়েছিল অক্ষম
গাণ্ডীবের তূণে টান দিতে
ছিল না ন্যূনতম দম
একটা সময় আসে
নিজের ছায়াও ভাবে
অক্ষমের সাথে থাকা
আর কি ঠিক হবে?
এসো পল্লবিত তরুণ
ধরো ডুবন্ত তরীর হাল
ন্যায়ের হোমাগ্নিতে ভালো ঘৃত
অন্যায় হোক ফালফাল
বহু আশা ভরসা নিয়ে
প্রবীণ সবে দন্ডায়মান
ন্যায় বিচারের দাবিতে
হও তোমরা জাজ্বল্যমান।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।