মৃত্যু উপত্যকা (সবটা)
- ফয়েজ উল্লাহ রবি
সমাজ বদলের ঠিকাদার মানুষের চৌকিদার!
নিজের আখের গোছাতেই ওরা ব্যস্ত সব হাহাকার
আর আমি আমরা চেয়ে থাকি; মিথ্যে বুলির অত্যাচার,
অনেক আগেই হাল ছেড়েছি মুখ বুজে আর
বাঁচতে শিখেছি চলছে জীবন নিরাকার।
কোটা নামে খোঁটার দামে চায়নি তো কেউ অধিকার,
তবু কেনো মিথ্যে যেনো ডাকলো রাজাকার,
কিন্তু সেই নিজেই তো মস্ত বড় স্বৈরাচার।
যেনো পচা শামুকেই কাটলো যে পা তবু কমে নি অহংকার,
ঔষধ না দিই পায়; শামুক মারতেই ব্যস্ত দিনে দিয়েছে হুংকার।
পিঠা ঠেকেছে তাই দেয়াল ভেঙ্গে সামনে যে সব পদ্ম কানাই,
বিজয় কোথায় দেখতে কেমন ভুলেছে সব তাইতো পালাই।
বিধ্বস্ত নগরী মৃত্যু উপত্যকা রক্তাক্ত প্রান্তর,
আঁধার ঘেরা বাংলার গ্রাম-শহর মফস্বল,
শহুরে আলোর ঝলকানি উন্নয়নের ইমারত
আটকে গিয়ে মৃত প্রায় যখন বাংলার জনগণ
তখনই কোমলমতি #আবাবিল করছে আঘাত
আর ভেঙেছে ষোল বছরে অহমিকার প্রসাদ।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৫ ভাদ্র ১৪৩১, ২০ আগস্ট ২০২৪
১২-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।