রাত গভীরে
- কমলতোলা

কলমে কমল তোলা
১৩/০৯/২৪
*********
রাতের গভীরতা যত বাড়ে
আমি হয়ে যাই একা
এজীবনে যা করেছি
তার জন্য মনে হয় আমি বোকা
মাঝে মাঝে মা আমাকে
রাতে দেন দেখা
বলেন, এতসব উল্টো পাল্টা
ভাবিস কেন খোকা?

মা ছিলেন খুব সরলমতী
অন্যেরা তাকে বলতো বোকা
তার সরল সুন্দর হাসিতে
ঝরতো রঙ্গন ফুল থোকা থোকা
দুচোখের দৃষ্টি তার
গভীর মায়ায় পূর্ণ
তাকে মাঝে মাঝে না দেখলে
হৃদয় হয় বিদীর্ণ
আজ মমতাময়ীকে দেখে
আমার অন্তরে বাজে বীণ
মায়ের মতো এত স্নেহশীলা
আর কারেও দেখিনি কোনদিন।


১৩-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।