কমরেড ইয়েচুরি স্মরণে
- কমলতোলা ১১-১১-২০২৪

মানবতার এক উজ্জ্বল জ্যোতিষ্ক
বিদ্যায় বুদ্ধিতে যুক্তিতে রাজনীতিতে
এই ঘনান্ধকারে ছিলে এক মহান পথপ্রদর্শক
গভীর সংকটেও তুমি স্থিরপ্রতিজ্ঞ
সমতা ন্যায় ছিল তোমার দর্শন
সারাজীবন স্বচ্ছ গণতন্ত্রের জন্য
স্বাধীনতা সাম্য সমাজতন্ত্রের জন্য
নিরলস লড়াই তোমায় করেছে চিরস্মরণীয়
বহু দেশবিদেশের রাষ্ট্রনায়ক ও শাসক
তোমার করমর্দনে হয়েছে তৃপ্ত

দেশের এই কালান্তক সময়ে
ঋজু মানসিকতার সংস্কৃতিবান কান্ডারি
২০২৪এর ১২ সেপ্টেম্বর হলে প্রয়াত
তুমি বেঁচে থাকবে মানুষের মননে
চিন্তনে যাপনে দেশপ্রেমে
এক মানবপ্রেমিক সন্তানের অকাল প্রয়াণে
ভারতজননীর চক্ষু বেয়ে নামে অশ্রুর প্লাবন
ফিরে এসো ইয়েচুরি মায়ের দুর্দশা-মোচনে
কোটি কোটি ভ্রাতা ভগিনী সাথীরা
গভীর প্রত্যাশায় অপেক্ষমাণ তোমার দর্শনে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।