ধরো না ওপার
- মাহমুদুল মান্নান তারিফ ১১-১০-২০২৪
ধরো না ওপার!
মাহমুদুল মান্নান তারিফ
মনের গহীনে পাপ---- যতো আছে জমা,
মুছে দাও মহা পাক----- রব করো ক্ষমা।
দিবস রজনী কতো------ চলে গেছে দূর,
পারিনি কাজে লাগাতে---- জীবন মধুর।
থেমে গেছে সবলতা------- জীবন লহরী,
যৌবনকাল কাটে-------- মতো যে বহরি।
অসুখ-বিসুখে আজ---- সারা দেহ ক্ষীণ,
বাজে না বাজাতে গেলে-- জীবনের বীণ।
অতীতের স্মৃতিগুলো--- মনেমনে ভাসে,
অনুতাপ করে মন------- প্রতি নিঃশ্বাসে।
হারিয়েছে দিন গুলি---- না ফেরার পথে,
বয়সের চাপে দেহ----- চলে কোনোমতে।
দয়াময় ক্ষমা করো--------- দয়ায় অপার,
এ পারেতে ছেড়ে দিয়ে--- ধরো না ওপার!
রচনা; ১৩ সেপ্টেম্বর ২০২৪
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
MahmudulMannanTarif
১৪-০৯-২০২৪ ০০:০২ মিঃদয়াময় ক্ষমা করো--------- দয়ায় অপার,
এ পারেতে ছেড়ে দিয়ে--- ধরো না ওপার!
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।