জনরোষ
- ফয়েজ উল্লাহ রবি
ভালো মন্দ সাদা-কালো আলো কিবা অন্ধকার,
এতো জুলুম তবু তুমি করছো না তো পক্ষপাত
তুমিও একটা স্বৈরাচার!
ভালোর সাথে ভালো কালোর সাথে কালো
নীরবতা সমর্থনই চুপ থাকাটা স্বার্থপর
তুমিও তো স্বৈরাচারের দোসর!
খোলস বদলে মুখোশ পাল্টে গণতন্ত্রের বুলি
অধিকার আর ন্যায় বিচার মানবতার কোলা-কুলি
আয়না ঘরে আঁখি জলে গুমরে মরে হাজার কাতর!
এখন তুমি পালাও দূরে এতো কিছুর কতো সুরে
গর্ত খুঁজে শর্ত যে দাও লোকান্তর কোন দোষে?
দেশ প্রেমেরই সনদ তোমার তবু জনরোষে!
শনিবার, দাম্মাম, সৌদিআরব
৩১ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
১৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।