কুরানের সুর
- মাহমুদুল মান্নান তারিফ

কুরানের সুর
মাহমুদুল মান্নান তারিফ

কুরানের সুর, কতোই মধুর, হৃদয় করে আলো,
কুরানের নূর, পাপ করে দূর, মনের যত কালো।

আল্লা'র বাণী, মেহেরবানী, মুমিনের ভালোবাসা,
শব্দচয়ন, জুড়ায় নয়ন, সৃষ্টিকর্তার ভাষা!
রোগ নিরাময়, সবকিছু হয়, গোরে দীপ্তি জ্বালে,
কুরান পঠন, জীবন গঠন, করে ইহকালে।

কুরানের সুর, কতোই মধুর, হৃদয় করে আলো,
কুরানের নূর, পাপ করে দূর, মনের যত কালো।

কুরান শেখায়, কুরান দেখায়, সঠিক রাস্তা দিলে,
পাঠে সফল, তার ফলাফল, দো-জাহানে মিলে।
কুরান যতই, পড়বে ততই, লাগবে ভালো মনে,
আল্লা'র বাণী, নীল আসমানী, মহান ত্রিভুবনে।

কুরানের সুর, কতোই মধুর, হৃদয় করে আলো,
কুরানের নূর, পাপ করে দূর, মনের যত কালো।

রচনা; ১৩ সেপ্টেম্বর ২০২৪


১৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৫-০৯-২০২৪ ০৯:০১ মিঃ

আল্লা'র বাণী, মেহেরবানী, মুমিনের ভালোবাসা,
শব্দচয়ন, জুড়ায় নয়ন, সৃষ্টিকর্তার ভাষা!

১৪-০৯-২০২৪ ২০:২৫ মিঃ

কুরানের সুর, কতোই মধুর, হৃদয় করে আলো,
কুরানের নূর, পাপ করে দূর, মনের যত কালো।