দুর করো হে হীন গর্ব
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৪-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
বুদ্ধির বাজারে বুদ্ধিজীবীর শুন্য অমরতা,
বুদ্ধিজীবী বুঝে না তাহা এ যে তার নগ্নতা।
মিধ্যে গাইবে বলে কেন অহংকার করা!
নগ্ন চাটুক তপস্যার ছলে বিষপানে মরা।

জ্ঞানের পরাজয় দেখে অজ্ঞ কাঁদে শরমে,
কোথায় সেই জ্ঞান ! আদি অন্ত মানবজনমে!
বুদ্ধির হিংস্রতায় কি বেঁচে থাকা যায়?
জাতিকে নিয়ে যায় মরিচিকার পানে হায়!

বিবেকের শুন্যতায় জাতি ফেলেছে অশ্রুজল,
বুদ্ধির বাজারে বুদ্ধি বিক্রি হয় অশুভ তল।
দুর করো হে হীন গর্ব! শুন্য এ অভিমান,
ফিরে এসো শুদ্ধির পথে এ মোর আহ্বান।

-------------------------------------


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।