আইনের তরুতলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৪-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
জনে জনে শুধু নিজ হাতে নিয়েছে আইন,
বিচারপতি নত শির গায় শুধু গুন গুন গান।
কান্ডারী দেখে না তাহা ইঁদুর ছানার মতন,
ওরে কুকুরের গোস্ত কুকুর খায় পাগল পরান।
কোন বনে কোন ফুলে করিব মধু অন্বেষণ,
আইনের তরুতলে অগ্নি শিখা করিছে দহন।
উগ্রবাদে মুরছিয়া পড়িছে সাম্প্রদায়িক তান,
মত আদর্শের গৃহ যুদ্ধে কাটা পড়িছে গর্দান।
আইনের কবিতায় আইন নাই রচিত চরন,
ওরে উগ্রতা হয়েছে বিচারক রক্তমধু পান!
এজলাজ হইতে শুন্য বুক ঘরে ফিরে আসি,
অধিকার সৌরভে থাকি আমি একা উদাসী।
কোন বনে কোন ফুলে করিব মধু অন্বেষণ,
আইনের তরুতলে অগ্নি শিখা করিছে দহন।
---------------------------------------------
১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।