আজকের তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৪-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ইতিহাসের ফুলগুলো চিরকালই ফুটে রবে কাননে,
কেউ দেখুক বা না দেখুক সুবাস ছড়াবেই গৃহকোণে!
হয়তো তুমি নিজেই নির্বাসিত হবে অন্ধকার বাসা,
সেদিন খুঁজে পাবে না অসীম গগনে মুক্তির ঊষা !!
আজ যে সুর তুলেছো কণ্ঠে শুধু যায় শোনা,
সে কভূ জানাবে না তোমায় আলোক অভ্যর্থনা।
ইতিহাস জেনেও তুচ্ছ করে যারে করো ঘৃণা,
তাদের রক্তেই আজকের তুমি- তা জানো কিনা?
তোমার কণ্ঠ সুরে কেন যেন বুক উঠে দুলে,
ওরে তুমি কোন দিকে ছুটেছো মাতৃকারে ভুলে?
---------------------------------------
১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।