এখনো অজানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কুয়াশা কাটেনি,কাটবে কি আজ কাল?
আঁধারে চলিছে এখনো মীরজাফরের চাল!

স্বাধীনতা কি ধ্বংস হবে শত্রুর হাতে?
ঘরে ঘরে বিভেদ বাঁধিবে সে সংঘাতে।
ইতিহাস ভুলে গিয়ে যে অমরত্বের লোভ
সেখানে শুরু হবে আরেক যুদ্ধ-বিক্ষোভ।

অনেক ক্ষোভ জনতার বক্ষে বক্ষে চাপা,
হুজুগের উত্তালে কি যায় আসল নকল মাপা?
এখানে অনেক কিন্তু যদি এখনো অজানা,
দৃশ্যপটে ভেসে উঠে বিষাক্ত সাপের ফণা!

কুয়াশা কাটেনি,কাটবে কি আজ কাল?
সে প্রহর দূরে নয়- এখনই জাগিবে সূর্য লাল,
এবার যুদ্ধ শুরু হলে যোদ্ধার কোলাহলে-
মুক্তির পতাকা উড়িবে স্বাধীন ফুলে ফুলে।

-----------------------------------------


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।