জীবন মৃত প্রায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে-ভেবেছিলাম চলিব যে শির উঁচু করি,
তাহা নাহি পারি বাংলার হাট বাজার ঘুরি।

লুটে নেয় সিন্ডিকেট মোর পকেট হাতায়,
ওরে ভাই পালা বদলে ও স্বস্তিটা কোথায় ?
আমার এ জীবন নহে মম হাসে-হায়,
কেড়ে নেয় গুপ্ত চেড়ী-জীবন মৃত প্রায়!

জব নাহি আর! সুখের সংসারে শুন্যতা ঘেরি,
এখন বেকারত্ত্বের অভিশাপে অশ্রুজলে ঝরি।!
ওরা উৎসবে মিল কারখানা যাইতেছি পুড়ি
বল না এই জীবন যুদ্ধে আমি কিভাবে লড়ি?

এ লাঞ্জনা, এ পীড়ন- এ বৈষম্য সংস্কার হবে কি ?
নাকি শুধু চতুর বাচন রচনে চলিবে অযূত ফাঁকি!

-------------------------------------------------


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।