ফ্যাসিষ্ট সে উর্বর
- মোঃ আমিনুল এহছান মোল্লা ১১-১০-২০২৪

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
এখনো দখলবাজি হানাহানি, ঈর্ষা-অস্ত্রে যুঝি,
রাগ ক্রোধ ছড়ায়ে মনের কালি ঢালিছে আজি।

বাক স্বাধীনতার আড়ালে মন্দ ভাষা অস্ত্র তাহার,
শুব্র সংস্কার অবরুদ্ধ আজো জালিমের তরবার।
মুক্তি শুধু কিতাবের কথা্,আজো সে অধরা স্বপন,
হুজুগ -গুজব- আবেগ বিপ্লবের বিপ্লবী রসায়ন।

এখনো সেই পুরানো শকুন,পুড়িছে স্বাধীন ভূমি,
বঙ্গে আজ অধিকার নাই, নিশ্চুপ থাকো তুমি।
কে করিবে উদ্ধার হায়!জাতির ঐক্য যে মর্মর!
বৈষম্য দুর নাহি হল আজো! ফ্যাসিষ্ট সে উর্বর।

বাংলা আছে সুর নাই- ছন্দে নাচে দোসর গান,
পতাকা উড়ে স্বাধীনতা নাই, শুন্য-অসাড় প্রাণ !

------------------------------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৫-০৯-২০২৪ ১১:২২ মিঃ

খুব ভালো লাগলো