মূলে ফিরে আয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
তোর মূলে ফিরে আয় ওরে নব যাত্রীদল,
ওরে যেথা জন্ম তোর সেথা চল আগে চল।
রাঙা প্রভাত তোরে ডাকিছে ঘুম জাগা পাখি,
ফিরে আয় ওরে ফিরে আয় ওরে রক্ত-আঁখি।
লক্ষ শহীদের রক্ত তোর নবারুণ নব আশা,
যদি যাস ভুলে তাহা আর উঠিবে না ঊষা।
তোর এ নব জাগরণ কভূ হবে নাকো স্মরণীয়,
ক্রোধ প্রতিশোধ নেশা যদি থাকে-জেনে নিয়ো।
নিয়ো নিয়ো অন্তরে মম বাঙালি সুর তব,
আর যেন ফিরে না আসে অশ্রুজল অভিনব।
ওরে কেন তোরা আজো দোসরের ক্রীতদাস?
তোর মূলে ফিরে আয়-মুক্তিযুদ্ধের বাংলাদেশ।
----------------------------------------------
১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।