ভয়তন্ত্রের ভয়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১২-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ভয়তন্ত্রের ভয়ে গণতন্ত্র চলিয়াছে পথ ভুলি,
সত্য বলা সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি।
দখলতন্ত্র চলিয়াছে রাঙা চোখে বঙ্গের অলি গলি,
পরিবারতন্ত্র বক্ষে চেপেছে আজিকার দিনগুলি।
স্বাধীনতা পালিয়েছে দূরে,মুক্তি নাই প্রাণে প্রাণে,
তবু খুঁজিয়াছি তারে সবুজ শ্যামল ফুলবনে।
অন্তরে গাঁথিয়াছি কত মালা এই বাগানে ফুল তুলি,
আজো শুনি কোকিলের গান প্রাণে পোষা বুলবুলি।
কেন স্বৈরতন্ত্রের এত উম্মাদ ! কেন এতো ধাচে,
তবু সেই রক্তে পাওয়া লাল সবুজ নয়নের কাছে।
ভয়তন্ত্রের ভয়ে গণতন্ত্র চলিয়াছে পথ ভুলি,
স্বাধীন তরী হারিয়েছে পথ রবি হারা গোধূলী।
-----------------------------------------------
১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।