নাচিয়া উঠিল প্রাণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১২-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে শুন্য এ বুকে ফিরে আয় তুই আয়,
তোর পানে চেয়ে আছি প্রাণ যায় যায়।

তোরে না পরশিয়া ফোটেনা প্রভাত ফুল,
তুই না জাগিলে প্রাণ হয়ে উঠিছে ব্যাকুল।
তুই না হাসিলে উঠিবে কি গগণের চাঁদ!
রাত্রির অন্ধকারে ধরণী হবে যে উম্মাদ।

ওরে তুই আয় ফিরে আয় করুণ এ বিষাদ,
তোর প্রেমে করিব জয় শত ঘাত-প্রতিঘাত।
গগণে উঠিয়া তারকারাজি জ্বলিছে নিরন্তর,
নাচিয়া উঠিল প্রাণ প্রেমের উল্লাসে সুন্দর।

তোরে বিনা শুন্য এ প্রাণে উঠে সদা ঝড়,
আয় ফিরে আয় ওরে চঞ্চলা মরু প্রান্তর।

-----------------------------------------


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।