এই দেশ সবার
- ফাইয়াজ ইসলাম ফাহিম ১১-১০-২০২৪

এই দেশ সবার মোল্লাদর নয়
এই দেশ মাজার পূজারীর
এই দেশ আস্তিকের
এই দেশ নাস্তিকের
এই দেশ হিন্দু, বৌদ্ধ,খিস্ট্রান,মুসলিমদের

এই দেশ ধর্মান্ধ উগ্র মুসলিমের নয়
এই দেশ সবার
সবার বেঁচে থাকার অধিকার আছে।
সংখ্যাগরিষ্ঠের জোরে নিজের মত কে
অপরের মাঝে চাপিয়ে দেওয়া কোন ধরনের স্বাধীনতা?

নারী বিকিনি পড়ে চলুক আর বোরকা পড়ে চলুক
এ্যাত্ত বিধিনিষেধ কেন?
এই দেশ কি ধর্ম স্বাধীন করেছে
এই দেশ স্বাধীন করেছে সকল মতের মানুষ।
ধর্ম কে ধর্মের চোখে দেখুন
মানুষের চোখে নয়.....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
১৬-০৯-২০২৪ ১০:০৭ মিঃ

এই দেশ সবার