ঘুম নেই
- কমলতোলা

************"""
মানুষ জীবনের কথাই কবিতা
কেউ লেখেন মানবতার কথা
কারো লেখায় মেহনতির মর্মব্যথা
কেউ লেখেন হতভাগ্যের শোকগাথা

প্রকৃতির রূপ ধরা পড়ে কারো লেখায়
কারো বিচরণ পশুপাখির বাসায়
কবিতা লিখতে কেউ নির্জন তটে কাটায়
বিশ্বকবি অনেক লিখেছেন পাহাড়চূড়ায়

আমি এক সাধারণ সাহিত্যপ্রেমী
দেখি সাহিত্যবাসরে অসংখ্য গুণী
বাংলা সাহিত্যে জন্মেছেন অনেক কবি
কিছু লিখতে তাদের কথাই ভাবি

আজকাল সমাজের দেখি অবক্ষয়
মনে হয় চলছে দেশের দুঃসময়
আরো কি দুর্দিন আসছে, মনে জাগে ভয়
রাতের পর রাত ঘুম নাহি হয়

সকল দেশবাসীজনে করি আবেদন
সুনাগরিক হলে হবেই দেশের উন্নয়ন
ক্ষমতা নয়, মনুষ্যত্বের জন্য ছোট সর্বজন
সব অন্যায় অপকর্ম হোক বিসর্জন।


১৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।