ফিরে এলে দেখবি--রচনা-১৩/০৯/২৪
- কমলতোলা ১১-১১-২০২৪

*********
ফিরে এলে দেখবি তোকে মেরেও মারতে পারেনি
অঝোরে কাঁদছে আবাল বৃদ্ধ বণিতা তরুণ তরুণী

যারা তোরে মেরেছিল লুকায় ভীরুতার গুহায়
শুনলে তিলোত্তমা নাম শয়তানগুলো অর্ধমৃত হয়ে যায়

তোর শোকসন্তপ্ত বাবামা আজ পেয়েছে লক্ষ সন্তান
বঙ্গের সব সচেতন মানুষ দেয় মা-বাবার সম্মান

তিলোত্তমা কলকাতা আজ তোকে দিয়েছে উপাধি তিলোত্তমা
জগৎবাসী প্রতিবাদে মুখর হারিয়ে কন্যা তাদের মাতৃসমা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।