চরমপত্রের ঘোষণা
- মোঃ আমিনুল এহছান মোল্লা ১১-১০-২০২৪
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে শুন্যে প্রহর গুনছি তো গুনছি সদলবলে,
সূর্যটা ডুবে গেছে সেই কবে ব্যদনার অশ্রুজলে।
সম্মুখে গড়েছি বিভক্তির প্রাচীর শেষ রক্তের-বাঁধ,
এখন দিকে দিকে চরমপত্রের ঘোষণা-জেহাদ।
এতো দলাদলি রাহাজানি দাঙ্গা হাঙ্গামা তোমার,
আগে কেউ দেখেনি মা! প্রচন্ড শব্দ গুলি বোমার!!
বেপরোয়া যুগে প্রবেশ করেছি চরমপত্র সম্মুখে,
চোখ রাঙানিতেস্বাধীনতা হুমকিতে,বিপুল দুঃখে!
এভাবে চলতে থাকলে রচিত হবে শহর ও গ্রামে,
নির্মম গৃহযুদ্ধের রক্ত কবিতা চরমপত্রের খামে।
এখনি শুরু হয়েগেছে ভিন মত আদর্শের অগ্নি শ্মশান,
প্রতিদিন চরমপত্রে ঘোষণা আসে ঘূর্ণি -ঝড়- তুফান।
---------------------------------------------
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।