মা কালীর কবিতা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বলো শুধু কালী কালী
শুধু বলো কালী কালী ||
একবার যে নিয়েছে এই মহানাম
সে জানে এ কেমন নাম ||
কালী নামে আছেন কালী
আর আছেন শিব যোগী ||
যে রাখে এ নামকে মনে
সেথা থাকেন তাঁরা দু'জনে ||
কালী নামই মুক্তির নাম
ধরার বুকে শ্রেষ্ঠ নাম ||
শিব থাকেন যাঁর পদতলে
ডুবে যাও তাঁর নামে ||
দেবাদিদেব মোদের পিতা
দিগম্বরী মোদের মাতা ||
মোরা তাঁদের ছেলে তাঁদের মেয়ে
তাঁদের বুকে থাকা স্নেহের রত্ন যে ||
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৯/২০২৪
১৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।