বিউটি ফুল
- আলমগীর সরকার লিটন

এই সংসার জ্বলময় আগুন
জীবনটাই শুধু চায় ফাল্গুন
ও পাশে শহর মুখ পাঁচতলাই
বিউটি ফুলের বাগান, বাগান;
কি বাতিঘর নয় আয়না ঘর
এক লজ্জাবতির গন্ধ বাহার
তবু সুখে ফুটুক বিউটি ফুল;
চারি দিখে বেদনায় হারায়েছি
লম্বা সারি বাঁধ, আইল পাথার
আর সবুজ মাঠের কান্না কুল!
সত্যই জীবনটা এক ফুটবল
কার পায়ের লাথিতে হই গোল!
কার পাও ভাঙ্গা ফাউল- অথচ
চেয়ে দেখি আর ভাবি বিউটি ফুল;
১৭-০৯-২৪


১৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।