২০২৪ ইং সাল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং
*********************************
এ কেমন লীলা চলিছে ২০২৪ ইং সাল?
মেঘ চলে গেছে তবু অগ্নি বজ্র বঙ্গ তল!
প্রহরীহীন আঁধার রজনী বিনিদ্র ডাকাত দল,
হাঙ্গর- কুমির হা করে আছে সাগরের জল।
মাঝিহীন তরী চলিছে আঁকা বাঁকা বর্ষ্ণ বর্ষার,
তীব্র আগুন জ্বলিছে ঘর- বাড়ী নব অভিসার।
বনে বনে ফুল ঝরিছে রাগ- ক্রোধ-অভিমান,
ফুল কলি উঁচু শির নাচে দোলে ফুলের গর্দান।
নিশ্চুপ মুক্তির ঊষা ঘন কালো বর্ষার মেঘ,
সোনালী সূর্যের চোখ নাই- অশ্রুর উদ্ভেগ!
সাদা -সাদারে আঘাত হানিছে নিলর্জ্জ আজ,
পথ ঘাট সাজিছে ঘেউ ঘেউ কুকুরের সাজ!!
বসন্তের কোকিল করিছে দখল কাকের বাসা,
কাশবনের শুব্রতা নেই- আছে কি কোন আশা?
শুন্যতার গভীরে তুমুল ঘূর্ণি ঝড় অগ্নি বাতাস,
২০২৪ ইং সাল কি হবে চির মুক্তির পূর্বাভাস ?
-----------------------------------------------
১৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।