একই রাঙা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং
*********************************
আসিয়াছে অপরাজনীতি তব হে বঙ্গপাথার,
রাগ –ক্রোধ, হিংসা- বিদ্বেষ জুলুম অত্যাচার।
মসনদের রন্ধে রন্ধে ঘুরে কো স্বৈরাচার,
নাহি কো গণতন্ত্রের মহামূল্য মণিমুকুতার।
নিশিদিন প্রাণে প্রাণে বহে কো হাহাকার,
যে যায় লঙ্কায় সে হয় কো রাবণ -এ বঙ্গতর।
কারো কোন নাহি কো ন্যায়নীতি সমাচার,
সুশীল- কোকিল- ভ্রান্ত আছে শুধু চাটুকার।
দেশদ্রোহী - দোসর নিয়ত আঘাতে,
বিচিত্র লীলা খেলায় মহানৃত্যে মাতে।
চাওয়া পাওয়ার কিছু নাই -এ শুধু জানি,
এপিঠ ওপিঠ একই রাঙা বঙ্গের তটনি।
--------------------------------------------
১৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।