কেন হিসাব দিলে না
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৯-২০২৪ ইং
*********************************
মানবতার ডাকে ভেঙ্গেছিল অবুঝ শিশুর ঘুম,
ভিক্ষুক এসেছিল তোমার ডাকে নিস্তব্ধ নিঃঝুম।
কত দরদী প্রাণ বলেছিল তোমায় সু-স্বাগতম।
কেন হিসাব দিলে না, কেন হল টাকা গুম!!
ছড়িয়ে ছিটিয়ে পরে আছে ত্রাণ দেখিলাম চেয়ে,
দিলে না পৌঁছে মানবতার ফুল ভানবাসি যেয়ে।
ওগো এ কেমন তোমার মানবতার ডাক?
যেখানে তুমিই রেখেছো শুন্যতার ফাঁক!
স্বার্থের জীবন যাহাদের জলে স্থলে আকাশ পর্বতে!
তারা কি করে দিবে প্রশ্নের সমাধান পৃথিবীর পথে?
সে তাহারা কি করে হয় মানবতার পাঞ্জেরী,
কেন হিসাব দিলে না হে স্বপ্নবাজ কান্ডারী?
মানবতার পথ বেয়ে চলিছে দুরাশার স্রোত!
তন্দ্রাঘোরে স্বপ্নরাজের বুকে বহু ভগ্ন পোত।
----------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।