সেখানেই স্বপ্নের বিজয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

- মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৭-২০২৪ ইং
******************************
পাঞ্জেরী, তুমি কত না যুগ ধরে কত না কাল ধরে,
উত্তাল সমুদ্রের বুকে দেখিয়েছো পথ তুমুল ঝড়ে!
ক্লান্তিহীন দিয়ে গেছো জ্বলজ্বল আলো
দিগন্ত রেখা পেরিয়ে রাত্রি নিশীথ কালো।

হে নাবিক, তুমি নোঙ্গর করো কাঙ্খিত প্রান্তর,
যাত্রিরে করো পার রাত্রি নিশীথে দুরন্ত -দুর্বার!
জ্বলে উঠো তুমি তলোয়ারের মতো ঝিকিমিকি,
কভু করো না মাথা নত ওইসব অগ্নির ফুলকি।

হে কান্ডারী! হে দিশারী! এখন কেন ব্যর্থদিন?
কিসের দহনে সেই বিজয়ের উচ্ছাস এত ক্ষীণ?
কেন যাত্রীরা দিশেহারা, আর কত মৌন-মুখ,
সেই রক্তবানে জেগে উঠ আদি অসুরের বুক।

হে ভবিষ্যৎ! হে প্রযুক্তির উথরোল তরঙ্গ-বান,
ওই শহীদ রক্ত ডাকছে তোমায় শিকড়ের সন্ধান।
পূর্ব্সূরী রক্ত দিয়ে সোনার বাংলা গিয়েছে লিখে,
সেখানেই স্বপ্নের বিজয় অভিমানে আছে লুকে।
-----------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।