হে র্স্মাট প্রজন্ম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
- মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************
হে তারণ্য, হে দুর্বার, হে র্স্মাট দল!
মুক্তির সন্ধানে চল রে তোরা চল।
রক্তে কেনা মাটি এই সোনালী আকাশ,
যে তোর পানে চেয়ে আছে অনিমেষ।
প্রযুক্তি দিয়েছি তোরে আগামীর উদ্যান
বিজয় পতাকা উড়িয়ে দে যুদ্ধের ময়দান।
হে র্স্মাট প্রজন্ম! হে জ্ঞানদীপ্ত সেনাদল!
নব উদ্যামে চল রে তোরা চল ।
ধ্বংস করিস না আপনারে হে পালোয়ান,
ওরে চৌদিকে তোর শত অসুরের অহ্বান।
হে র্স্মাট প্রজন্ম! হে প্রদীপ্ত বীর তরুণ !
ওই ডাকিছে অগ্নিবান! সাবধান! সাবধান!
তোরাই সোনালী সূর্য্, তোরাই ফুল-ফসল
তোরাই অগ্র-পথিক, জোর কদম চল রে চল।
তোরাই রক্ত পাওয়া পতাকা-মুক্তির নিশান,
হে র্স্মাট প্রজন্ম! তোদের তরেই বুঁনেছি স্বপন।
---------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।