ষড়যন্ত্রের রক্ত খেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************
ষড়যন্ত্রের রক্ত খেলা এখনো আছে জেগে,
ছদ্মবেশে মায়ের বুকে স্রোতের প্রবল বেগে।

যখন মাগো উর্ধ্ব শিরে দেশের ধূলো বালি
তখন ঘাতক চুপটি মেরে ছুঁড়ে বুকে গুলি।
কে আসল ? কে নকল ভুলছি ক্রমে ক্রমে,
দেশদ্রোহীরে সাথে নিয়ে দিচ্ছি শক্তি কমে।

আবল তাবল গুজব শুনে যাচ্ছি হরণ করে,
দেশ গেল, মুক্তি গেল পিছনপানে সরে!
মাগো, তুমিই বল দিব কারে স্বাধীন পতাকারে,
যে-ই আসে সে-ই লুটে তোমার বুকটারে।

হুজুগের বাঙালি কার যে অনুগত !
এ যে এক বিষ্ময় অনুচরের মতো।
পানিতে তৈল দেই দেশালাইয়ে ঢাকি,
সোনার বাংলা ভালবাসি শুভঙ্করের ফাঁকি।

-------------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।